Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখ দিয়ে ভদকা পান করেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০২ এএম

নেশা করে অনেকেই নিজেদের সামলে রাখতে পারেন না। সেই সময় তারা বিভিন্ন ধরনের ভুল কথা বলে থাকেন। কিন্তু এক তরুণী আদালতে দাঁড়িয়ে বিচারক এবং উকিলের সামনে জানিয়েছেন, তিনি কখনও মদ্যপান করেননি। তিনি শুধু চোখ দিয়ে ভদকা পান করেন। এর ফলে তার মুখ থেকে মদের গন্ধ বেরানো সম্ভব নয়।
তরুণীর এমন চমকে দেওয়া কথা শুনে মাথায় হাত বিচারকের। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান সেই তরুণী। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডে। তরুণীর নাম চেলসি ম্যাকডোনাল্ড। জানা গেছে, কিছুদিন আগে মার্সিসাইড শহরের একটি বারের পার্কিং চত্বরে এসে দাঁড়ায় চেলসির বিএমডব্লিউ।

পুলিশের সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নামতেই চেলসিকে আটকানো হয় এবং তার শ্বাস পরীক্ষা করা হয়। পুলিশে সঙ্গে থাকা যন্ত্রের সাহায্যে দেখা যায় চেলসি মদ্যপ অবস্থায় রয়েছেন। পুলিশের সঙ্গে বচসার পরে গ্রেফতার করা হয় চেলসি ম্যাকডোনাল্ডকে। এরপর মামলা ওঠে আদালতে। শুনানি চলাকালীন আইনজীবীর প্রশ্নের উত্তরে নেশায় আসক্ত থাকার কথা অস্বীকার করেন ওই তরুণী।

এরপরই আদালতে দাঁড়িয়ে ওই তরুণী সকলের সামনে চমকে দেওয়া কথা বলেন। তিনি জানিয়েছেন যে, পার্কিংয়ে গাড়ি রেখে এক বন্ধুর উৎসাহে পরীক্ষামূলকভাবে চোখ দিয়ে মদ খাওয়ার চেষ্ঠা করেন তিনি। এই প্রক্রিয়ায় মদ্যপানে নাকি দ্রুত নেশা হয়। তাই তিনি চোখে মদ ঢেলেছিলেন।

চেলসির উত্তরকে হাস্যকর বলে মন্তব্য করেন সরকারি আইনজীবী। তার হাতব্যাগে ভদকার বোতলও পাওয়া গেছে। গ্রেফতারের সময় এক পুলিশকর্মীর বুকে-পেটে লাথিও মারেন তিনি। শেষ পর্যন্ত চেলসিকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী ১৮ মাসের জন্য তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। এছাড়াও আগামী এক বছর সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত তিনি বাড়ির বাইরে বাইরে বেরে হতে পারবেন না বলে নির্দেশ দেন আদালত। এছাড়াও ওই তরুণীর প্রায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র : ডেইলি মেইল, মিরর ইউকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ