Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মহামূল্যবান পয়েন্ট পেল উত্তর বারিধারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১০:১০ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম সংস্করণ শেষের পথে। ইতোমধ্যে লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়েছে। দুই ম্যাচ হাতে রেখে গত সোমবার হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। পরের দিন লিগের ছয়বারে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডও দুই ম্যাচ হাতে রেখে দুই মৌসুম পর রানার্সআপ খেতাব পেয়েছে। এখন সবার নজর তালিকার নিচের সারির দলগুলোর উপর। তৃতীয় থেকে পঞ্চম স্থানে কারা থাকছে আর কোন দু’টি দল বিপিএল থেকে অবনমনে যাবে তা নিয়ে চলছে আলোচনা। সেরা পাঁচের তালিকায় বসুন্ধরা ও ঢাকা আবাহনী নিজেদের অবস্থান নিশ্চিত করলেও তৃতীয় থেকে পঞ্চম হতে লড়াই করছে সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর অবনমন অঞ্চলে জম্পেশ লড়াই চলছে চার দলের মধ্যে। দলগুলো হচ্ছে- রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, উত্তর বারিধারা ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। লিগের বাকি ম্যাচগুলো থেকে নিচের চার দলের ঝুলিতে একটি পয়েন্ট যোগ হওয়া মানেই বিশাল কিছু। পয়েন্ট পাওয়া মানে অবনমন থেকে হাফ ছেড়ে বেচে যাওয়া। বুধবার চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে এমনি এক মহামূল্যবান পয়েন্ট পেয়েছে উত্তর বারিধারা ক্লাব। এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের বিশতম ম্যাচে উত্তর বারিধারা ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত সমতা এনে চট্টগ্রামকে রুখে দিয়ে বিশাল কৃতিত্ব দেখিয়েছে বারিধারা। ম্যাচের ১০ মিনিটে ফরোয়ার্ড সাখাওয়াত রনির গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী (১-০)। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মিডফিল্ডার আরিফুর রহমান (২-০)। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী যেন খেই হারিয়ে ফেলে। ২৮ মিনিটের ব্যবধানে তারা দুই গোল হজম করে পূর্ণ পয়েন্ট পাওয়া থেকে ছিটকে পড়ে। ম্যাচের ৫০ মিনিটে ডিফেন্ডার ফজিলভ গোল করে বারিধারাকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন (১-২)। ৭৮ মিনিটে ফরোয়ার্ড আরিফ গোল করে সমতা আনার পাশাপাশি বারিধারাকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন (২-২)। এই ড্রতে ২০ ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২৭ পয়েন্ট পেয়ে তালিকার সপ্তম স্থানেই রইলো। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া বারিধারার অবস্থান দশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ