মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুপারসনিক ক্লাবে যোগ দিলো দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার আকাশে উড়লো দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান কেএফ-২১। এরমধ্য দিয়ে সুপারসনিক বিমান আছে এমন অল্প কয়েকটি দেশের তালিকায় যুক্ত হলো দক্ষিণ কোরিয়া। সফলভাবে এই বিমান ট্রায়াল শেষ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ‘ডিফেন্স অ্যাকুইসিশন প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেশন’। খবরে জানানো হয়, পাইলট মেজর আহন জুন-হিয়ুন প্রথমবারের মতো কেএফ-২১ উড়ান। এটি করতে প্রয়োজন ছিল ব্যাপক সাহসের। বিষয়টি স্বীকার করেছেন তিনি নিজেও। হিয়ুন বলেন, প্রথমে আমি অনেক ভয় পাচ্ছিলাম। তবে উড্ডয়নের পর সবকিছু একদম স্বাভাবিক লাগছিল। তাই আমি পরিকল্পনামতো বিমানটি উড়িয়ে ঘাটিতে ফিরিয়ে আনি। আগামি ২০২৬ সাল নাগাদ এরকম আরও ২ হাজারের বেশি পরীক্ষামূলক উড্ডয়ন হবে বলে জানিয়েছে কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। ২০৩০ সাল নাগাদ মোট ১২০টি বিমান তৈরি করা হবে এই মডেলের। এই বিমানে যুক্ত করা হবে এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস মিসাইল। এয়ার লঞ্চড ক্রুইজ মিসাইলও এতে যুক্ত করা হতে পারে বলে জানা গেছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।