মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নাম পালটে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি জানিয়েছেন, বাংলা, হিন্দি এবং ইংরেজি- তিনটি ভাষায় ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। মঙ্গলবার লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ জানিয়েছেন, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তের শহরের নাম পরিবর্তনের যে সব প্রস্তাব জমা পড়েছে, তাতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনসিওসি) দিয়েছে কেন্দ্র। সেইসাথে তিনি বলেন, ‘রাজ্যের নাম পাল্টে তিনটি ভাষায় (বাংলা, ইংরেজি এবং হিন্দি) বাংলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাব জমা পড়েছে।’ এমনিতে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার দাবি তুলছেন মমতারা। এখন পর্যন্ত নাম পরিবর্তনের দায় কেন্দ্রীয় সরকারের উপর চাপিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারইমধ্যে দেশের কতগুলো জায়গায় নাম পরিবর্তনের জন্য কেন্দ্র সরকারের প্রস্তাব জমা পড়েছে এবং ঐতিহ্যবাহী জায়গার নাম পরিবর্তনের ক্ষেত্রে নীতি সংশোধন করা হয়েছে কিনা, তা লোকসভায় জানতে চেয়েছিলেন তৃণমূলের এমপি সায়দা আহমেদ। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।