Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওড়ায় মদ্যপানে ৬ জনের মৃত্যু, অসুস্থ ২০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুসুড়িতে ছয়জনের রহস্যজনক মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে। মৃতদের পরিবারের অভিযোগ, বিষাক্ত মদ খাওয়ার কারণে প্রাণ গেছে ওই ছয়জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও অনেকেই এখনো হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাওড়ার পুলিশ সুপার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। এসপি প্রবীন ত্রিপাঠী ঘটনা প্রসাথে বলেন, মঙ্গলবার সকালে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। জানা গেছে, মঙ্গলবার মদ পানের পর অসুস্থ হয়ে পড়েন অনেকে। অনেকেই বমি করতে থাকেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। নিজের বড়িতেই মারা যান তারা। পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয়। খবর পেয়ে মালিপাঁচঘড়া থানার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এদিকে এরপর আরও বেশ কয়েকজন অসুস্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই এক মদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, সেখানে মদ খেয়েই অসুস্থ হন সবাই। এলাকায় রেল লাইনের ধারে দেশি মদের আরও দোকান রয়েছে বলে জানান স্থানীয়রা। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ