মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে ‘দৃঢ় এবং কঠোর ব্যবস্থা’ নেয়ার হুমকি দিয়েছে চীন। ফিন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পদের দ্বিতীয় অবস্থানে থাকা ন্যান্সি পেলোসি আগামী আগস্টে চীনের নিজস্ব অঞ্চল বলে দাবি করা স্ব-শাসিত দ্বীপ তাইয়ানে সফরের পরিকল্পনা করছেন। মূলত এপ্রিলে সফরের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেটি স্থগিত করেন। ২৫ বছর আগে স্পিকার হিসেবে নিউট গিংরিচ তাইওয়ান সফরের পর পেলোসিই হবেন সেখানে সফরকারী সর্বোচ্চ পর্যায়ের আমেরিকান আইনপ্রণেতা। এদিকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে সংযুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ চীন। এছাড়াও তাইওয়ানের আকাশসীমার কাছে যুদ্ধবিমান উড়িয়ে এবং আক্রমণের হুমকি হিসেবে সামরিক মহড়া চালিয়েছে দেশটি। এই পদক্ষেপগুলো প্রমাণ করে দ্বীপের আনুষ্ঠানিক স্বাধীনতার সমর্থকদের এবং বিদেশী মিত্রদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সফরে বাধা দিতে এমনটা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং নিয়মিত এক ব্রিফিংয়ে বলেছেন, “পেলোসির এই সফর ‘চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। শুধু তা-ই না, চীন-মার্কিন সম্পর্ককে মারাত্মকভাবে প্রভাবিত করবে এবং তাইওয়ানের স্বাধীনতাকামী বাহিনীকে মারাত্মক ভুল সঙ্কেত পাঠাবে।” তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইচ্ছে করে এই ভুল পথ বেছে নেয়, তবে চীন তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় এবং কঠোর পদক্ষেপ নেবে।’ এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়ের পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। জেন-পিয়েরে বলেছেন, তাইওয়ানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ‘পাথরের মতো মজবুত’ হয়ে গেছে, যেখানে ‘এক চীন’ নীতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে, যা বেইজিংকে চীনের সরকার হিসেবে স্বীকৃতি দেয়। তবে তাইপে’র সাথে অনানুষ্ঠানিক এবং প্রতিরক্ষা সম্পর্কের অনুমতি দেয়। ফিন্যান্সিয়াল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।