Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ.আফ্রিকায় মিনি আইপিএল, মালিকানায় সব ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৮:৪১ পিএম

দ.আফ্রিকা ক্রিকেটের ‘সুপার লিগ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট এখনও আলোর মুখ দেখেনি। ব্যর্থ হয়ে ‘দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ’ নামে শুরু করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে দেওয়া হয়েছে সাবেক সফল অধিনায়ক গ্রায়েম স্মিথকে।

মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার জানানো হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর নাম। নামে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ হলেও সবগুলা দলের মালিকানায় রয়েছে ভারত।

 

দল মালিক হওয়ার দৌড়ে ছিল ২৯টি প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মালিকানায় থাকা ছয়টি ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দলগুলোকে।

 

 

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিনেছে কেপ টাউন দলের মালিকানা। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিকানাধীন আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেড নিয়েছেন ডারবানের মালিকানা। পোর্ট এলিবাজেথের মালিকানা কিনেছে সানরাইজার্স হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি মালিক সান টিভি নেটওয়ার্ক লিমিটেড।

 

রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি রয়্যালস স্পোর্টস গ্রুপ কিনেছে পার্লের মালিকানা। দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক জেএসডব্লিউ স্পোর্টস কিনেছে প্রিটোরিয়ার মালিকানা। জোহানেসবার্গের মালিকানা কিনেছে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড।

 

 

 

এ নিয়ে লিগটির প্রধান গ্রায়েম স্মিথ বলেছেন, ‘আগামী বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের প্রথম আসর। অংশ নেয়া ছয়টি দলকে স্বাগতম। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে।’

 

দল মালিকানা নিয়ে স্মিথ বলেন, ‘যারা দলগুলোর মালিকানা নিয়েছে তাদের প্রত্যেকেরই দারুণ অভিজ্ঞতা রয়েছে টি-টোয়েন্টি লিগে দল চালানোর। স্বাগত জানাই সবাইকে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ