মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাড়ি থেকে আচমকা পোষ্য তোতা উধাও হয়ে যাওয়ায় দিশাহারা এক পরিবার। পোষ্য পাখিটিকে খুঁজে দেয়ার জন্য নগদ ৫০ হাজার টাকা (ভারতীয় রুপি) পুরস্কারের কথা ঘোষণা করেছে তারা। ঘটনাটি ভারতীয় রাজ্য কর্নাটকের টুমাকুরুর। টুমাকরুর ওই পরিবার সূত্রে জানা গেছে, তোতাটি আফ্রিকার। নাম রুস্তম। গত ১৬ জুলাই থেকে রুস্তম নিখোঁজ। তোতার মালিক পল্লবী বলেন, ‘রুস্তম আমাদের পরিবারের এক সদস্য। কারো বাড়ির ছাদে বা ব্যালকনিতে যদি রুস্তমকে দেখতে পান, দয়া করে আমাদের জানাবেন।’ এর পরই পল্লবী জানিয়েছেন, রুস্তমকে খুঁজে দিতে পারলে সেই ব্যক্তিকে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেয়া হবে। পল্লবীদের দু’টি আফ্রিকান তোতা রয়েছে। তার মধ্যে একটি হলো রুস্তম। তার খোঁজেই পোস্টার ছাপিয়ে পাড়ায়, রাস্তায় টাঙিয়ে দিয়েছেন পল্লবী। যদি কেউ তার খোঁজ দিতে পারেন, এই আশায়। পরিবারের আর এক সদস্য অর্জুন জানিয়েছেন, গত আড়াই বছর ধরে রুস্তম তাদের সাথে রয়েছে। প্রতি বছর ওর জন্মদিনও পালন করা হয়। তাই রুস্তমকে হারিয়ে দিশাহারা অবস্থা পল্লবী-অর্জুনদের। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।