মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : এক মাসেরও কম সময়ের মধ্যে ফের ভূমিকম্প হলো আফগানিস্তানে। আগেরবারের মতো এবারও ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকা। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাছাকাছি সময়ের মধ্যে তিনটি ভূমিকম্প হয়েছে পাকতিকায়। প্রথম ভূমিকম্পটি হয় বিকাল ৪ টা ৪৫ মিনিটে, সেটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। পরেরটি হয় তার কিছুক্ষণ পর, ৪ টা ৫২ মিনিটে। ৫ দশমিক ১ মাত্রার ছিল সে ভূমিকম্পটি। শেষ ভূমিকম্পটি হয় সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে এবং সেটি ছিল ৪ দশমিক ৭ মাত্রার। টোলো নিউজ।
২৯ কুকুর খুন
ইনকিলাব ডেস্ক : এক শিশুকে কামড় দিয়েছিল কুকুর। আর এরই ‘বদলা’ নিতে ঘটল অমানবিক হত্যাকাণ্ড। গুলি করে খুন করা হলো একে একে ২৯টি কুকুরকে। এছাড়া হত্যাচেষ্টায় আহতও হয়েছে আরও বেশ কিছু সারমেয়। প্রাণীপ্রেমী এক স্বেচ্ছাসেবী সংগঠন গোটা বিষয়টি সামনে আনার পর নিন্দার ঝড় ওঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাতারের রাজধানী দোহায়। সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি কাতারের রাজধানী দোহা শহরের একটি এলাকায় এক শিশুকে কুকুর কামড়ায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই শিশুর বাবা ও তার আত্মীয়স্বজনরার। এরপরই এলাকা থেকে কুকুর তাড়ানোর অভিযানে নামেন তারা। এনডিটিভি।
বাড়িতেই কাজ
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা রেকর্ড মাত্রার কাছাকাছি। ফলে দেশটিতে লোকজনকে বাড়ি থেকেই কাজ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটিতে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ সাবভ্যারিয়েন্টের কারণে দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়ছেই। এদিকে চলতি মাসের শুরুতেই সেকেন্ড বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার নতুন করে ৫০ হাজার ২৪৮ কেস শনাক্ত হয়েছে। গত দুই মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।
আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।