Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিশ্বাস্য! পৃথিবী থেকে বুলেট ট্রেনে চড়ে সোজা চাঁদে! জেনে নিন কীভাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৬:৪৮ পিএম

বুলেট ট্রেন দ্রুতগামী সে তো সবাই জানে। কিন্তু সেই বুলেট ট্রেনে চড়ে বসলেই চলে যাওয়া যাবে সোজা চাঁদে কিম্বা মঙ্গল গ্রহে? সেই খবরই সোনা যাচ্ছে এবার জাপান থেকে।

অন্যান্য দেশেকে পিছনে ফেলে পৃথিবী থেকে বুলেট ট্রেনে করে সোজা চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছে এই দেশের বিজ্ঞানীরা। এই প্রকল্পে সাফল্য পেলে পৃথিবী থেকে মঙ্গলেও বুলেট ট্রেন চালাবে তারা এমনটাই জানা গিয়েছে।

যখন একদিকে আমেরিকা ফের চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে এবং অন্যদিকে চীন মঙ্গলে প্রাণের সন্ধান করছে। অন্যদিকে রাশিয়াও চীনের সঙ্গে মিলে চাঁদে একটি মিশন প্ল্যান করছে। এরমধ্যেই বুলেট ট্রেনে চড়ে চাঁদে যাওয়ার প্ল্যান করল জাপান।

জানা গিয়েছে জাপান মঙ্গলে একটি গ্লাস হ্যাবিট্যাট তৈরির পরিকল্পনাও করছে। কাচের বাসস্থান অর্থাৎ মানুষ একটি কৃত্রিম জায়গায় বাস করবে, যার বায়ুমণ্ডল তৈরি করা হবে পৃথিবীর মত। পেশী এবং হাড় সাধারণত কম মাধ্যাকর্ষণ-সহ জায়গায় দুর্বল হয়ে যায়। তাই মানুষের বাসস্থানের যোগ্য কৃত্রিম বায়ুমণ্ডল তৈরি করা হবে।

এটি এমনভাবে প্রস্তুত করা হবে যাতে এত মাধ্যাকর্ষণ এবং এমন বায়ুমণ্ডল থাকে যাতে মানুষের পেশী এবং হাড় দুর্বল না হয়। জাপান এই পরিকল্পনায় সফল হলে মানুষের জন্য অন্য গ্রহে বসবাসের পথ খুলে যাবে। যদিও এই গ্লাস হ্যাবিটাটের এর বাইরে যেতেও মানুষকে স্পেসসুট পরতে হবে।

এখন পর্যন্ত আমরা শুধুমাত্র চন্দ্রযান এবং মঙ্গলযান সম্পর্কে জেনেছি। কিন্তু এবার শীঘ্রই মানুষ পৃথিবী থেকে বুলেট ট্রেনে চড়ে চাঁদ এবং মঙ্গল গ্রহে যেতে সক্ষম হবে। এই মুহূর্তে এই নিয়ে জাপান একটি বড় প্রকল্পে কাজ করছে। এর আওতায় পৃথিবী থেকে চাঁদে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে জাপান। জাপানের পরিকল্পনা হচ্ছে এই বুলেট ট্রেন প্রথমে চাঁদে নিয়ে যাবে, এই পরিকল্পনা সফল হলে মঙ্গলগ্রহেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আর এরই পাশাপাশি জাপান মঙ্গলে বানাতে চলেছে সেই দুর্দান্ত কাঁচের বিশেষ আবাসস্থল। এর মানে হচ্ছে জাপান মঙ্গলে এমন একটি কৃত্রিম মহাকাশ বাসস্থান তৈরি করবে, যার বায়ুমণ্ডল পৃথিবীর মতো তৈরি করা হবে, যাতে মানুষ সেখানে বসবাস করতে পারেন এবং মঙ্গলের বায়ুমণ্ডলের কোনও প্রভাব না পড়ে। সূত্র: নিউজ ১৮।

 



 

Show all comments
  • Titu Meer ২০ জুলাই, ২০২২, ৯:৫০ পিএম says : 0
    পাগলামি বাদ দিয়ে পৃথিবীকে বাসযোগ্য রাখুন, আমাদের চাঁদে অথবা মঙ্গলে সাধও নাই সাধ্যও নাই ।
    Total Reply(0) Reply
  • Titu Meer ২০ জুলাই, ২০২২, ৯:৫০ পিএম says : 0
    পাগলামি বাদ দিয়ে পৃথিবীকে বাসযোগ্য রাখুন, আমাদের চাঁদে অথবা মঙ্গলে সাধও নাই সাধ্যও নাই ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ