Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনীতি করতে হবে আদর্শের জন্য, মূল্যায়নের জন্য নয়

ঢাবি ছাত্রলীগের হল সম্মেলেনে ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম






দেশে প্রতিদিন যতো ভালো কথা হয় ততো ভাল কাজ হয় না। ছাত্রলীগকে তার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে ভালো কাজের মাধ্যমে। ছাত্রলীগকে নেতাদের খুশি করা বাদ দিয়ে খুশি করতে হবে সাধারণ ছাত্র ও কর্মীদের। লম্বা ভাষণ ত্যাগ করে এজেন্ডা বাস্তবায়নের দিকে মনোযোগ দিতে হবে পূর্বের সুনাম ফিরিয়ে আনতে হলে। কোন প্রকার মূল্যায়নের জন্য রাজনীতি করা দরকার নেই বরং রাজনীতি করতে হবে আদর্শের জন্য, তবেই রাজনীতি একদিন তোমাদের মূল্যায়ন করবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
তিনি আরো বলেন, ছাত্রলীগকে আকর্ষণীয় হতে হবে মেধা, যোগ্যতা ও আদর্শের মাধ্যমে। পড়ালেখার পাশাপাশি যোগ্যকর্মীও হতে হবে, নয়তো বড় নেতারা কেবল তোমাদেরকে তাদের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। নেতাদেরকে বিশ্লেষণ দেয়া বন্ধ করে নিজেদের মাঝে টেকনোলজি ও ট্র্যাডিশনের সমন্বয় ঘটাতে হবে তবেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে।
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো ত্যাগী নেতাকে মূল্যায়ন করার মাধ্যমে সারা বাংলাদেশের ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছেন, সুতরাং পদ না পেলে হতাশ হওয়ার কোন কারণ নেই মূল্যায়ন একসময় হবেই। ক্ষমতার রাজনীতিতে তিনি বসন্তের কোকিলদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। এসময় তিনি শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি ১৫ আগস্টের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতির তীর্থভূমি এখানে কোন সাম্প্রদায়িকতা ও মৌলবাদিতা চর্চা হবে না।
সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
হানিফ বলেন, ছাত্রলীগকে মূল্যবোধ ও নীতির রাজনীতি করতে হবে, কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না।
জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ কর্মীদের মেধার মাধ্যমে বিশ্বকে জয় করতে হবে, নেতৃত্বের মাঝে প্রতিযোগিতা থাকতে হবে কিন্তু কোন প্রতিহিংসা থাকা যাবে না। নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রলীগ সদা তৎপর হয়ে কাজ করে যাবে।
সমাবেশের প্রধান বক্তা ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, নতুন নেতৃত্বকে স্বাধীনতার প্রতি সকল ষড়যন্ত্র নস্যাত করতে সজাগ থাকতে হবে এবং সকলে মিলেমিশে কাজ করে যেতে হবে।
এছাড়াও সম্মেলনের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিটি হল শাখার বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। এসময় তারা তাদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন ও নতুন নেতৃত্বের প্রতি তাদের শুভেচ্ছা জানান।
সম্মেলনে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
সম্মেলনের সভাপতিত্ব করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি দারুস সালাম শাকিল ও সঞ্চালনার দায়িত্বে থাকেন কবি জসীমউদ্দিন হলের সাধারণ সম্পাদক বিএম এহতেশাম ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক শেখ মারুফা নাবিলা।























 

Show all comments
  • আদনান ২৮ নভেম্বর, ২০১৬, ১২:২২ এএম says : 0
    ছাত্রলীগের রাজনীতি আদর্শের রাজনীতি ....
    Total Reply(0) Reply
  • প্রধান ২৮ নভেম্বর, ২০১৬, ১২:২৫ এএম says : 0
    যদি সত্যিই ছাত্রলীগ এমন হইত
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনীতি

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ