Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টোকসের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৯:৪৭ এএম

ক্যারিয়ারের শেষ ওয়ানডে স্মরণীয় করে রাখতে পারলেন না বেন স্টোকস। সতীর্থের বিদায়ী ম্যাচে দারুণ কিছু করে দেখাতে পারলেন না ইংল্যান্ডের অন্যরাও। চেস্টার-লি-স্ট্রিটে মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার জয় ৬২ রানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাসি ভ্যান ডার ডুসেনের শতকে ভর করে ৩৩৩ রান সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ইংলিশ ব্যাটাররা ২৭১ রানেই গুটিয়ে যায়।

উদ্বোধনী জুটিতে ৩৫ রান যোগ করেন কুইন্টন ডি কক ও জানেমান মালান। ডি কককে বোল্ড করে এই জুটি ভাঙেন স্যাম কারান। ২২ বলে ১৯ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপর ব্যাট করতে নেমে মালানের সঙ্গে দারুণ জুটি গড়েন ভ্যান ডার ডুসেন। ১১৪ বলে ১০৯ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।

মঈন আলীর বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ তুলে মালান বিদায় নিলে ভাঙে এই জুটি। ৭৭ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান করে বিদায় নেন প্রোটিয়া ওপেনার। এরপর ব্যাট করতে নামা এইডেন মার্করামকে সঙ্গে নিয়ে ১৫১ রানের দুর্দান্ত জুটি গড়েন ভ্যান ডার ডুসেন। ৯০ বলে ৯ বাউন্ডারিতে শতক পূর্ণ করেন তিনি। অপরপ্রান্তে থাকা মার্করাম অর্ধশতকের দেখা পান ৪২ বলে; ৬ বাউন্ডারিতে।

শেষদিকে এসে মার্করাম ৭৭ রানে বিদায় নেন লিভিংস্টোনের শিকার হয়ে। একই ওভারে উইকেট হারান ভ্যান ডার ডুসেনও। ১০ বাউন্ডারিতে ১৩৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ডেভিড মিলার (১৪ বলে ২৪) ও হেনরিক ক্লাসেনের (১০ বলে ১২) ঝড়ো ইনিংসে ৩৩৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ইংলিশ দুই ওপেনার জ্যাসন রয় ও জনি বেয়ারস্টো। ১১৫ বলে ১০২ রানের জুটি গড়েন তারা। রয়কে ৪৩ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন কেশভ মহারাজ। অপরপ্রান্তে থাকা বেয়ারস্টো ৫৩ বলে ৬ বাউন্ডারিতে তুলে নেন অর্ধশতক। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি, মার্করামের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৬৩ রানে বিদায় নেন তিনি।

তবে নিজের শেষ ম্যাচ অবশ্য রাঙাতে পারেননি বেন স্টোকস। ১১ বলে ৫ রান সংগ্রহ করে মার্করামের শিকার হন তিনি। একপ্রান্ত আগলে রাখা জো রুটকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি জস বাটলারও। ১২ রানে বিদায় নেন তিনি। এরপর ব্যাটিংয়ে এসে ১০ রান তুলতেই উইকেট হারান লিভিংস্টোন। ৩ রান করে সাজঘরে ফেরেন মঈন আলীও।

একপ্রান্তে লড়তে থাকা রুটকে বিদায় করেন অ্যানরিখ নরকিয়া। ৭৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন তিনি। শেষদিকে এসে বিদায় নেন স্যাম কারানও। ১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্রাইডন কার্স ৮ বলে ১৪ রান করে বিদায় নিলে স্বাগতিকরা সবগুলো উইকেট হারিয়ে ফেলে ২৭১ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ