মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রচন্ড পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তুরস্কের ভেন প্রদেশের ২৪ বছর বয়সি এক তরুণী। হাসপাতালের চিকিৎসকরা দ্রæত তাকে জরুরি বিভাগে ভর্তি করে পাকস্থলীতে এক্স-রে করেন। কিন্তু রিপোর্ট দেখে তাদের চোখ ছানাবড়া! তারকাঁটা, নেইল কাটার, সুঁই থেকে শুরু করে হেন ধাতব সামগ্রী নেই, যা তার পাকস্থলীতে পাওয়া যায়নি। এ ধরনের ১৫৮টি ধাতব পদার্থ বের করা হয় ওই তরুণীর পেট থেকে। গত সামবার ভেন ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ওই তরুণীর পেট থেকে এসব ধাতব পদার্থ বের করা হয়। আড়াই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা ফল কাটার ছুরি, স্ক্রু, চাবি, সুঁই ও নেইল কাটারসহ বিভিন্ন ধাতব বস্তু বের করেন। তরুণীর অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলেছেন, এটি এক ধরনের মানসিক রোগ। এ কারণেই ধাতক বস্তুগুলো গিলে ফেলেছেন ওই তরুণী। সূত্র : ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।