Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইগারদের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১০:১৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও দেশে ফেরেনি বাংলাদেশ ওয়ানডে দল। তার আগেই চূড়ান্ত হলো বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের সূচি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের গোটা সিরিজ এবারও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

জুলাই-অগাস্টে দেশের মাটিতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের সূচি মঙ্গলবার প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বাংলাদেশের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ ও ৩১ জুলাই এবং ২ অগাস্ট হবে ম্যাচ তিনটি। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

ওয়ানডে তিনটি হবে ৫, ৭ ও ১০ অগাস্ট। প্রতিটি ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় এই সিরিজ।

এই সফরের দল এখনও ঘোষণা করেনি বিসিবি। সফর থেকে আগেই ছুটি নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছরের মাঝামাঝিও জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের পুরো সিরিজ সেবারও হয়েছিল হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

সেবার একমাত্র টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে ৩-০ তে জিতেছিল বাংলাদেশ, যেটি ছিল ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল তারা ২-১ ব্যবধানে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ