Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নিজেদের ঘরে টেবিল টেনিস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ৯:০৩ পিএম

অবশেষে নিজেদের ঘরে ফিরলো বাংলাদেশের টেবিল টেনিস। তাদের স্থায়ী ভেন্যু পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংস্কার চলায় গত পাঁচমাস জাতীয় ক্রীড়া পরিষদের শেখ জামাল অডিটরিয়ামের লনে অনুশীলন করেছেন জাতীয় দলের খেলোয়াড়রা। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে ইতোমধ্যে। ফলে ফের নিজ ঘরে ফিরেছেন খেলোয়াড়রা। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলতে ২৫ জুলাই ঢাকা ছাড়ার আগে মঙ্গলবার থেকে নিজস্ব ভেন্যুতে অনুশীলন শুরু করেছেন সোনম সুলতানা সোমারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘টেবিল টেনিসে বেশি আয়তনের জায়গা প্রয়োজন। আমরা ক্রীড়া পরিষদ টাওয়ারে এতদিন খুব কম জায়গায় অনুশীলন করেছি। এখন কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে ক’টা দিন স্বাচ্ছন্দ্যে অনুশীলন করা যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ