Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে ইরানের রফতানি বেড়েছে ৩৯ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলিতে ২০২২ সালের প্রথম পাঁচ মাসে ইরানের রফতানি বেড়েছে ৩৯ শতাংশ। ২০২১ সালের প্রথম পাঁচ মাসের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রফতানি বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। ইউরোস্ট্যাটের তথ্যমতে, ইরান এ বছরের পাঁচ মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ৪৬৫ মিলিয়ন ইউরো মূল্যের পণ্য রফতানি করেছে। আগের বছরের একই সময়ে এই রফতানি হয়েছিল ৩৩৩ মিলিয়ন ইউরোর। খবর বার্তা সংস্থা ইরনার। ইরানে ইউরোপীয় ইউনিয়নের রফতানিও ১ দশমিক ৫১২ বিলিয়ন ইউরো থেকে ছয় শতাংশ বেড়ে ১ দশমিক ১৬ বিলিয়ন ইউরো হয়েছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ২০২২ সালের জানুয়ারি থেকে মে মাসে বাণিজ্যের মূল্য দাঁড়ায় ২ দশমিক ০৭৫ বিলিয়ন ইউরো।২০২১ সালের একই সময়ে বাণিজ্যের এই পরিমাণ ছিল ১ দশমিক ৮৪৫ বিলিয়ন ইউরো। তেহরান টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ