Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসির সংলাপে যায়নি কল্যাণ পার্টি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১:৩৬ পিএম

জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা ধারাবাহিক সংলাপে সাড়া দেয়নি কল্যাণ পার্টি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোনো প্রতিনিধি আসেনি।

দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘আমরা যাইনি, আমরা যাব না। ওনাদের অনুরোধ অফিশিয়ালি রিগ্রেট করেছি। আমরা বলেছি ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করা হইলো’।

কল্যাণ পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত দল। এর আগে গত রোববার সংলাপের প্রথমদিনে জোটের আরেক দল মুসলীম লীগ ও সংলাপে উপস্থিত হয়নি।

মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেছেন, ‘এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ২০ দলীয় জোটের অংশ। বিএনপি এই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তাই আমরাও সংলাপে যাইনি। আমরা মনে করি এই ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ