Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

লাল ওড়নায় ভয়ঙ্কর ঘটনা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০২ এএম

রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ পশুর কোনও ক্ষতি না করলেও, তারাও মানুষের ক্ষতি করে না। কিন্তু মাঝে মধ্যে এসব প্রাণী মানুষের জন্য প্রাণঘাতী হয়েও দাঁড়ায়। অনেকেই রাস্তার উপরে নিজেদের পোষা পশুপাখি ছেড়ে দেন। এর ফলে রাস্তা দিয়ে যাওয়া মানুষদের বেশ সমস্যা হয়।
অনেক সময় এই সব পশুরা রাস্তা দিয়ে যাওয়া লোকজনের ওপর আচমকা আক্রমণ করে। যে কারণে মানুষ আহত হয় এবং কখনও কখনও মৃত্যু পর্যন্ত ঘটে যায়। সম্প্রতি একজন মহিলা বাড়ি থেকে বাইরে বেরিয়েই কয়েকটি হিংস্র ষাঁড়ের মুখোমুখি হন। এরপরই ঘটে চমকে দেওয়া ঘটনা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ভাইরাল সেই ভিডিও @শলথংৎরাধঃংধহ নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, দুটি ষাঁড় পথে দাঁড়িয়ে রয়েছে। তখনই লাল কামিজ গায়ে একজন মহিলা সেখান থেকে নিঃশব্দে চলে যাচ্ছেন। কিন্তু, আচমকা একটি ষাঁড় ছুটে আসে মহিলার দিকে। এর মধ্যে তৃতীয় ষাঁড়টিও সেখানে এসে উপস্থিত হয়।
ওই ষাঁড় ছুটে এসে বিশাল জোরে মহিলাকে ধাক্কা মারে এবং তুলে ফেলে দেয়। এর ফলে মহিলা খুব খারাপভাবে রাস্তায় পড়ে যান। ওই মহিলা সেই রাস্তার মধ্যেই শুয়ে থাকেন। নেটিজেনদের চোখ কপালে উঠেছে এমন একটি ভিডিও দেখে।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে। ভাইরাল হওয়া পুরো ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আচমকা ওই ষাঁড় এমন ভাবে ছুটে এসে তাকে আঘাত করবেন, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি ওই মহিলা। নেটিজেনদের অনেকেই কমেন্ট করেছেন যে, লাল রঙের কিছু পরে ষাঁড়ের সামনে যাওয়ার আগে সাবধান। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ফাস্টপোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ