Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের শিক্ষার্থীদের মান আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃত স্পিকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ  জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান আন্তর্জাতিক পরিম-লে স্বীকৃত। আমি বিশ্বাস করি বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অবতীর্র্ণ হলে অধিকাংশ স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীরা  অর্জন করতে সক্ষম হবে। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ব্রিটিশ কাউন্সিল ও ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস  কর্তৃক  আয়োজিত ক্যামব্রিজ শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে একথা বলেন । স্পিকার বলেন, আজ তোমরা যেটা অর্জন করলে সেটা তোমাদের  জীবনের  জন্য একটি গুরুত্বপূর্ণ  টার্নিং পয়েন্ট। পাঠ্য-পুস্তকের বাইরেও জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এবং বর্তমান বিশ্বায়নের  যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে  শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর  গুরুত্বারোপ করেন। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ অন্যান্য শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে স্পিকার  বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা গণিত, ইংরেজি ভাষা ও  সাহিত্য, পরিবেশ বিজ্ঞান ও শিল্প সংস্কৃতির মতো মৌলিক বিষয়গুলোতে অসাধারণ নৈপুণ্যের স্বাক্ষর রাখছে যা আমাদের জন্য খুবই আশাপ্রদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ