মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একদল জেলে সম্প্রতি প্রায় ১৬ ফুট লম্বা দৈত্যাকার একটি মাছ ধরেছে। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ওই মাছ ধরা পড়ে। ক্রেনের সাহায্যে মাছটিকে উপরে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। প্রথমে টিকটকে ভিডিওটি পোস্ট করা হয়। টিকটকে ভিডিওটি প্রায় ১০ মিলিয়ন বার দেখা হয়েছে বলে জানা গেছে। ভিডিও নিয়ে মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয় কারণ প্রাণীটিকে ঐতিহ্যগতভাবে সুনামি এবং ভূমিকম্পের জন্য একটি অশুভ লক্ষণ হিসাবে দেখা হয়।
মাছটির নাম ‘ওরফিশ’। ‘রোয়িং ফিশ’ নামেও পরিচিত মাছটি। এই মাছকে আবার ‘কিং অব হেরিংস’ও বলা হয়। মাছটি গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে অসুস্থ হলে মাছটি পানির উপরিভাগে চলে আসে। এক একটি ওরফিশের দৈর্ঘ্য ৩৬ ফুটও হয়। তবে এই মাছ খুব কম দেখা যায়। সূত্র : ডেইলি স্টার ইউকে, রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।