Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় নয়,এশিয়া কাপ আরব আমিরাতে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৫:১৭ পিএম

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এশিয়া কাপ আয়োজন করা খুবই কঠিন। রোববার 

শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা জানালেন, এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে হওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

 

ভয়াবহ আর্থিক সঙ্কটের মধ্যে থাকা শ্রীলঙ্কা সাক্ষী হয়েছে প্রবল গণবিক্ষোভের। এর প্রভাব অবশ্য পড়েনি শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার সবশেষ সিরিজে। বিক্ষোভের মাঝেই দুই টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে গেছে অস্ট্রেলিয়া।

 

সফলভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ায় এশিয়া কাপ নিয়েও ইতিবাচক সম্ভাবনা উঁকি দেয়। এখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও খেলছে দলটি। তবে অনেক দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন অনেক বড় পরিসরের ব্যাপার। হয়তো সে ভাবনা থেকেই পিটিআইকে রোববার ডি সিলভা প্রায় নিশ্চিতই করে দিলেন, শ্রীলঙ্কায় হচ্ছে না ৬ দলের এই প্রতিযোগিতা।

 

“সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।”

 

২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ অগাস্ট হওয়ার কথা বাছাই পর্ব।

 

মূল পর্বে সরাসরি খেলবে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত থেকে এক দল জায়গা করে নেমে মূল লড়াইয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ