মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ক্যাস্ট্রোর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেছেন, ব্যক্তিগতভাবে ক্যাস্ট্রোকে বহুভাবে ব্যাখ্যা করা যায়। তবে বিশ্বব্যাপী ক্যাস্ট্রোর যে বিশাল প্রভাব ইতিহাসই তার বিচার করবে। উল্লেখ্য, শুক্রবার রাতে ৯০ বছর বয়সী ফিদেল ক্যাস্ট্রোর জীবনাবসান হয়েছে বলে ঘোষণা দেন তার ভাই এবং বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। গত শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেন তিনি। ওই ঘোষণার পরপরই শোক জানিয়েছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি কিউবার রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে উঠার কারণে অপেক্ষা করা হচ্ছিল মার্কিন প্রেসিডেন্টের শোকবার্তার জন্য। ওবামা বিবৃতিতে বলেন, আমরা জানি, এই মুহূর্তে কিউবা এবং বহির্বিশ্বে ছড়িয়ে থাকা কিউবানদের মধ্যে ব্যাপক ক্রিয়া-প্রতিক্রিয়া বয়ে চলেছে। বিশ্বব্যাপী একজন ব্যক্তি ক্যাস্ট্রোর যে প্রভাব জমা হচ্ছে, ইতিহাসই তার বিচার করবে। ওবামা আরো বলেন, গত ছয় দশক ধরে রাজনৈতিক মতভিন্নতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার রাষ্ট্রীয় সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। আমার প্রশাসন ক্ষমতায় আসার পর, আমরা অতীতকে পেছনে ফেলে, মতভিন্নতাকে পাশ কাটিয়ে নতুন করে সম্পর্ক রচনা করেছি। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।