Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুন হয়েছেন ট্রাম্পের প্রথম স্ত্রী? রিপোর্ট ঘিরে তীব্র চাঞ্চল্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ৬:৩৭ পিএম

ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রীর মৃত্যু 'স্বাভাবিক নয়'! সোশ্যাল মিডিয়ায় নিজেই ইভানার মৃত্যুর খবর সকলকে জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু, কী কারণে তার মৃত্যু হয়েছিল, সেই বিষয়ে ট্রাম্প মুখ খোলেননি। এবার জানা যাচ্ছে, শুক্রবার নিউ ইয়র্ক মেডিক্যাল টিমের সদস্য জানাচ্ছেন, কোনও ধারাল অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে ইভানার।

কোন পরিস্থিতিতে এই আঘাত লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে সত্যি কি ম্যাহাটন-এ নিজের বাড়ির সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়েছে ইভানার এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশের মুখপাত্র বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, পুলিশ বৃহস্পতিবার ইভানা ট্রাম্পের বাড়ি থেকে একটি ফোন পায়। এরপর তার বাড়িতে গিয়ে দেখা যায় তিনি কোনও সাড়া দিচ্ছেন না। এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সেখানে কোনও প্রাথমিকভাবে অস্বাভাবিকতা ঠেকেনি।

প্রাক্তন স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ট্রাম্প লিখেছিলেন, “ইভানাকে যারা ভালোবাসেন তাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তিনি নিউইয়র্ক সিটি-তে মারা গেছেন। তিনি একজন অসাধারণ এবং সুন্দরী মহিলা ছিলেন। প্রচুর মানুষকে অনুপ্রেরণা দেয় তার জীবন। ইভানার তিন সন্তান ডোনাল্ড জুনিয়র, ইভানকা এবং এরিককে নিয়ে আমি গর্বিত। ইভানা ট্রাম্পকে নিয়েও সকলে গর্বিত। ইভানার আত্মা শান্তি পাক”। উল্লেখযোগ্যভাবে, পেশাগত দিক থেকে ইভানা ছিলেন লেখিকা। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু, পরে জানা যাচ্ছে, কোনও ধারাল জিনিসের সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা বৃদ্ধিতে বড় ভূমিকা ছিল ইভানার। ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা সংক্রান্ত উন্নতির নেপথ্যে তার প্রাক্তন স্ত্রীর যথেষ্ট ভূমিকা ছিল বলে জানা গিয়েছে। চেক প্রজাতন্ত্রে জন্মগ্রহণ করেছিলেন ইভানা। তিনি প্রথম জীবনে একজন মডেল ছিলেন। ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেছিলেন তিনি। ১৫ বছর পর ১৯৯২ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ডিভোর্স হয়। ট্রাম্প এবং ইভানার তিন সন্তান। তাদের প্রথম সন্তান ডোনাল্ড জুনিয়র জন্মগ্রহণ করেছিলেন ১৯৭৮ সালে। এরপর ১৯৮১ সালে ইভাঙ্কা এবং ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন এরিক। ট্রাম্প ছিলেন ইভানার দ্বিতীয় স্বামী। এর আগেআলফ্রেড উইঙ্কলমায়ার নামে অস্ট্রিয়ান স্কি প্রশিক্ষককে বিয়ে করেন তিনি। সূত্র: টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ