মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
একসময়ে অশান্ত থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত আট বছরের মধ্যে এবারই প্রথম অঞ্চলটি সফর করলেন তিনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে, ওই অঞ্চলের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে চীন।
গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শি জিনপিং জিনজিয়াংয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তুলা চাষ, বাণিজ্য এলাকা এবং জাদুঘর পরিদর্শন করেন তিনি। গতকাল শুক্রবার শি জিনপিং ওই অঞ্চল ত্যাগের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ সফরের ওপর ৩৪ মিনিটের খবর প্রচার করেছে। জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে জিনজিয়াং থেকে তুলা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে বারবারই উইঘুরদের বিরুদ্ধে কোনো নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ওই সফরের কিছু ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে দেখা গেছে, মাস্কবিহীন শি জিনপিংকে ঘিরে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেককেই উইঘুরদের ঐতিহ্যবাহী পোশাক পরা অবস্থায় দেখা গেছে। উইঘুরের কর্মকর্তাদের স্থানীয় মানুষের কথা শুনে তাদের হৃদয় জয় করার এবং ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান শি জিনপিং। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তিনি। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।