Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টপলির ইতিহাসে পিষ্ট ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

একশোয় একশো ইংলিশরা। প্রথম ওডিআইতে ভারতের কাছে ১০ উইকেটে হারের ঝাল, ১০০ রানে দ্বিতীয় ম্যাচ জিতে নিভালো স্বাগতিক ইংল্যান্ড। আর ৬ উইকেট নিয়ে অতিথীদের বিধ্বস্ত করার কাজ একাই করেছেন বাঁহাতি পেসার রিচ টপলি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ তাই এখন সমতায়।
ক্রিকেটের মক্কা লর্ডসে টসটা রোহিতের হয়েই কথা বললো বৃহস্পতিবার, ঠিক যেমন আগের ম্যাচের প্রতিচ্ছবি। ভারতের কাপ্তান এদিনও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ১০২ রানের মাঝে ৫ উইকেট তুলে নিয়ে রোহিতের আস্থার প্রতিদান দেয় বোলিং ডিপার্টম্যান্ট। সেখান থেকে স্বাগতিকদের ম্যাচে ফেরান লিয়াম লিভিংস্টোন ও মঈন আলী, যদিও সবচেয়ে কার্যকরী ৬২ রানের পার্টনারশীপটা আসে এরপরে মঈন ও ডেভিড উইলির যুগলবন্দীতে। দলের কেউ অর্ধশতক ছুঁতে না পারলেও, সম্মেলিত চেষ্টায় একটা লড়াকু পুঁজি পেয়ে যায় ইংল্যান্ড। ৪৯ ওভারে সব উইকেট খুইয়ে স্কোরবোর্ডে যোগাড় করে ২৪৬ রান। থ্রি লায়ন্সদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অলরাউন্ডার মঈন। এছাড়া উইলি ৪১, ও জনি বেয়ারস্টো করেন ৩৮ রান।
আগের ম্যাচে ওভালে যেমন জাসপ্রিত বুমরাহর ছোবলে ধ্বংস হয়েছিল স্বাগতিকরা, এদিন সেই বিষাক্ত বোলিংটা করলেন যুজবেন্দ্র চাহাল। প্রথম ৪ ব্যাটসম্যানের ৩ জনকেই ফিরিয়েছেন এই লেগ স্পিনার। ১০ ওভারে ৪৭ রান খরচ করে তুলেছেন ৪ উইকেট। বুমরাহ ও হার্দিক পান্ডিয়া পায় ২টি করে উইকেট। জবাব দিতে নেমে দুঃস্বপ্নের মতন শুরু হয় ভারতের। দলীয় ২৯ রান হতেই সাজঘরে ফেরেন রোহিত, শেখর ধাওয়ান ও ঋষভ পান্থ। রোহিত ও পান্থ এদিন রানের খাতাই খুলতে পারেননি। ঠিক দুই রান পরেই উইলিতে কাটা পড়েন ফর্মে ফেরার আভাস দেওয়া ভিরাট। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে আসে ২৫ বলে ১৬ রান। এর পর সুরিয়াকুমার, হার্দিক, জাদেজা ও শামি সবাই চেষ্টা করেছেন, তবে সেটা কেবল হারের ব্যবধান কমিয়েছে। শুরুতে দুই ভারতীয় ওপেনারকে আউট করা টপলি এদিন শিকার করেছেন আরও ৪ ভারতীয়কে, যার জন্য খরচ করেছেন মাত্র ২৪ রান। তাতেই ৩৮.৫ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গিয়ে অসহায় আত্মসমর্পন করে রোহিতের দল। ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে এখন সেরা বোলিং ফিগার টপলির। এমনকি লর্ডসে ৬ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটারও এই ২৮ বছর বয়সী ফাস্ট বোলার। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে সিরিজের শেষ ম্যাচেই মিমাংসা হবে জমে ক্ষীর হওয়া এই সিরিজের ফলাফল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ