মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে সম্প্রতি এক যুবতী এমন কাণ্ড ঘটিয়েছেন যা সকলকে চমকে দিয়েছে। তিনি যে কাজ করেছেন তা সচরাচর দেখা যায় না। ওই যুবতী পাইপ বেয়ে জানালা দিয়ে পৌঁছে যান ম্যাকডোনালসের কিচেনে। কারণ তিনি নিজের অর্ডার নিজেই রান্না করতে চান।
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা নিয়ে উত্তাল গোটা নেটদুনিয়া। ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে টিকটকে। জানা গেছে, ওই যুবতী ম্যাকডোনালসের আউটলেট খাবার খেতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন আর কোন অর্ডার নেওয়া হচ্ছে না। কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে গ্লাভস মজুত ছিল না।
ওই যুবতী অনেক অনুরোধ করতে থাকেন তার অর্ডার নেওয়ার জন্য। কিন্তু কর্মীরা তার অর্ডার নিতে রাজি হননা। এরপর ওই যুবতী জানান তাকে রেস্তোরাঁর রান্নাঘরে নিয়ে যাওয়া হোক। কারণ তিনি নিজের অর্ডার নিজেই রান্না করবেন। যুবতীর কথা শুনে সেখানকার কর্মীরা প্রথমে চমকে ওঠেন এবং তাকে বলেন এটা কোনও মতেই সম্ভব নয়। তিনি যেন এখন রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।
এরপরই ওই যুবতী ঘটিয়ে ফেলেন চমকে দেওয়া ঘটনা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তিনি বাইরে এসে খোঁজ নিতে থাকেন রেস্তোরাঁর রান্নাঘর কোথায়। দ্বিতীয় তলায় রান্নাঘর জেনেই পাইপ বেয়ে সেই রান্নাঘরে যুবতী পৌঁছেও যান। জানালা দিয়ে ওই যুবতীকে ঢুকতে দেখে চমকে ওঠেন সেখানকার কর্মীরা।
খাবার খাওয়ার জন্য এমন যে কেউ করতে পারে, তা কেউই বিশ্বাস করতে পারছেন না। ওই যুবতী রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, ডেইলি স্টার ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।