Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজপথে নেমেছে সনাথ জয়াসুরিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১০:৩৩ এএম

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। বুধবার (১৩ জুলাই) থেকে দেশটিতে কারফিউ জারি হলেও রাজপথ ছাড়েননি জনগণ। এবার জনগনের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া।

বহু নাটকের পর শেষ পর্যন্ত সার্থক হয়েছে জনগণের আন্দোলন। পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার রাজনৈতিক নেতা গোতাবায়া রাজাপক্ষে। বৃহস্পতিবার (১৪ জুলাই) মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছার পর পদত্যাগ করেন এ লঙ্কান প্রেসিডেন্ট। দেশটির অনলাইন সংবাদমাধ্যম ডেইলি মিরর’ এ খবর নিশ্চিত করেছে।

রাজপথে নেমে বিশ্বকাপজয়ী জয়াসুরিয়া সাধারণ জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। টুইটারে আন্দোলনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবসময় শ্রীলঙ্কার জনগণের সাথে ছিলাম ও আছি। খুব দ্রুতই বিজয় উদযাপন করব। তবে এই বিজয়োৎসব পালিত হবে কোনোরকম হিংসাত্মক ঘটনা ছাড়াই। ’

গত মে মাস থেকেই নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলা করছে শ্রীলঙ্কা। চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে জীবন বাঁচানোর জন্য লড়ছে সেদেশের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ