Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপদে বাবরকে পাশে পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১০:২২ এএম

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিরাট কোহলির! ব্যাটে সেঞ্চুরি নেই প্রায় তিন বছর হয়ে যাচ্ছে। এমন দুর্দিনে ভারতীয় এই ব্যাটসম্যানকে নিয়ে আলোচনা সমালোচনাও নেহায়েত কম হচ্ছে না। এমন বিপদে কোহলির পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

কোহলি সবশেষ তিন অঙ্কের দেখা পেয়েছিলেন সেই ২০১৯ সালের নভেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সেই সেঞ্চুরির পর থেকে আর সেঞ্চুরির দেখা পাননি তিনি, ৭০ সেঞ্চুরিতেই আটকে আছে তার খাতা।

বাজে ফর্মের সঙ্গে যোগ হয়েছে তার চোটও। কুঁচকির চোটের কারণে যেমন প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। রাখা হয়নি উইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজেও।

কোহলির এমন বিপদে বাবর তার সাফাই গাইলেন। পাকিস্তান অধিনায়ক সম্প্রতি টুইটারে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন, তার ক্যাপশনেই লেখেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন।’ এরপর তিনি হ্যাশট্যাগে দেন কোহলির নাম।

কোহলির সময়টা খারাপ গেলেও পাক অধিনায়কের বিশ্বাস, কোহলির মতো সব ক্রিকেটারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যান। তবে একটা সময় এই দুঃসময় কেটে যায়, তার জায়গা নেয় সুসময়। টুইটে সেটাই বুঝি জানাতে চাইলেন তিনি।


বাবরের এই ৪৫ ক্যারেক্টারের টুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত তার টুইটে লাইক পড়েছে প্রায় ৯৩ হাজার, প্রায় ১৬ হাজারের মতো পড়েছে রিটুইট। ফেসবুকেও বেশ সাড়া ফেলেছে তার এই পোস্ট। সেখানে প্রায় ১.৫ লাখ প্রতিক্রিয়া পড়েছে, ১৩ হাজারের কাছাকাছি মন্তব্য আর শেয়ার হয়েছে ১৫ হাজারেরও বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ