Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ মাস নিষিদ্ধ শহীদুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ডোপ টেস্টে পজিটিভ হয়ে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ পেসার শহীদুল ইসলাম। গত মার্চে সংগ্রহকৃত শহীদুলের নমুনায় নিষিদ্ধঘোষিত দ্রব্যের উপস্থিতি পেয়েছে আইসিসি। এ অপরাধে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন শহীদুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে, শহীদুল এ ক্ষেত্রে ‘তাৎপর্যপ‚র্ণ কোনো অবহেলা’ করেননি। অনিচ্ছাকৃতভাবেই ওই ওষুধ অন্য একটি চিকিৎসার জন্য ব্যবহার করেছেন।
গত মে মাস থেকে শহীদুলের অন্তবর্তীকালিন নিষেধাজ্ঞা শুরু হয়। আগামী বছরের ২৮ মার্চ ক্রিকেটে ফিরতে পারবেন এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এ পেসার। বাংলাদেশের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দলে ছিলেন শহিদুল। কিন্তু তাকে দলের সঙ্গে পাঠানো হয়নি। তখন বলা হয়েছিল, চোটের কারণে যেতে পারছেন না এই পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ