মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের জুনে জাপানে পণ্যের পাইকারি মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। এজন্য আমদানি মূল্যের ঊর্ধ্বমুখিতাকে দায়ী করেছে ব্যাংক অব জাপান। একই সাথে ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় মূল্যের পতন এতে ভূমিকা পালন করেছে। ইউক্রেনে রুশ আক্রমণের কারণে বিশ্ববাজারে জ্বালানিসহ কাঁচামাল ও খাদ্যের দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী। ফলে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির হার দেখা দিয়েছে দেশটিতে। এর জেরে ছয় মাসে জাপানি সংস্থাগুলোর মধ্যে পণ্যের বাণিজ্য মূল্য ৯ শতাংশেরও বেশি বেড়েছে। এ নিয়ে টানা ১৬ মাসের মতো জাপানে পাইকারি পণ্যের মূল্য অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। পাশাপাশি ডলারের বিপরীতে ইয়েনের মান গত দুই দশকের সর্বনিম্নে। এতে দেশটিতে পণ্যের আমদানি মূল্য আকাশচুম্বী। ইয়েনের দরে আমদানি মূল্য ৪৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে রফতানি মূল্য বেড়েছে মাত্র ১৯ দশমিক ১ শতাংশ। পেট্রোলিয়াম ও কয়লাজাত পণ্যের দাম বেড়েছে ২২ দশমিক ২ শতাংশ। লোহা ও ইস্পাতজাত পণ্যের মূল্য বেড়েছে ২৬ দশমিক ৭ শতাংশ। এছাড়া কাঠজাত পণ্যের মূল্য ৪৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানির মূল্যও। বিদ্যুৎ, গ্যাস ও পানির মূল্য বেড়েছে ২৮ দশমিক ২ শতাংশ। জ্বালানি পণ্যের ঊর্ধ্বগতি মোকাবেলা করতে পাইকারদের ভর্তুকি দিচ্ছে জাপান সরকার। জ্বালানি আমদানিনির্ভর দেশ জাপান। ফলে ভূরাজনৈতিক সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি দেশটিতে ব্যাপক প্রভাব ফেলেছে। চড়া আমদানি মূল্যের চাপ মোকাবেলা করতে হচ্ছে জাপানের উৎপাদন ও উৎপাদনবহির্ভূত খাতগুলোর। সম্প্রতি ব্যাংক অব জাপানের এক সমীক্ষায় দেখা যায়, প্রধান উৎপাদকদের উৎপাদন ব্যয় গত চার দশকের সর্বোচ্চে দাঁড়িয়েছে। সংস্থাগুলো এ ব্যয়ভার সামলাতে খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে পণ্য বিক্রি করছে। কিয়োডো নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।