Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার হুমকির পর ইইউর নতি স্বীকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

রাশিয়া তাদের ছিট মহল কালিনিনগ্রাদে লিথুয়ানিয়ার ওপর তৈরি করা রেল লাইন দিয়ে পণ্য পরিবহন করে থাকে। কালিনিনগ্রাদ ছিটমহলটিতে যেতে হয় লিথুয়ানিয়ার ওপর দিয়ে। কিন্তু গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া নিষেধাজ্ঞার কথা বলে কালিনিনগ্রাদে পণ্য পরিবহন বন্ধ করে দেয় লিথুয়ানিয়া। তারা এমন ব্যবস্থা নেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, এর জবাবে পাল্টা কঠোর ব্যবস্থা নেবে তারা। কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার বিষয়টি ওঠিয়ে দিতে হুমকি-ধামকি দিতে থাকে রাশিয়া। অবশেষে বুধবার রাশিয়ার হুমকির পর নতি স্বীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা জানিয়েছে, কালিনিনগ্রাদে রেল পথ ব্যবহার করে রাশিয়ার পণ্য পাঠাতে কোনো সমস্যা নেই। ইউরোপীয় ইউনিয়ন শুধু সড়ক পথে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে বিষয়টিকে ইউরোপীয় ইউনিয়নের পরাজয় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী রেল,সড়ক সব দিক দিয়েই রাশিয়ার পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছিল লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়ন এখন বলছে, রাশিয়া লিথুয়ানিয়ার সড়ক পথ ব্যবহার করতে পারবে না। আর রেলপথে শুধুমাত্র অস্ত্র পরিবহণ করতে পারবে না। এদিকে এর আগে লিথুয়ানিয়া রাশিয়ার পাথর, কাঠ, অ্যালকোহল, কয়লা, লোহা, নির্মাণ সামগ্রী এবং উন্নত যন্ত্রাংশ পরিবহণে বাধা দিয়েছিল। এখন রেল পথ ব্যবহার করে রাশিয়া নিজেদের ছিটমহল কালিনিনগ্রাদে সবই পরিবহন করতে পারবে। রয়টার্স, দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ