মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের বিরুদ্ধে চালকদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলা করেছেন ৫৫০ জন নারী। মামলায় অভিযোগ করা হয়, নারী যাত্রীদের অপহরণ, যৌন হয়রানি, যৌন নির্যাতন, ধর্ষণ, আটকে রাখা, লাঞ্ছিত ও হয়রানি অথবা আক্রমণ করেছে উবার চালকরা। যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা সংস্থ’া সেøটার সেøটার শুলম্যানের অ্যাটর্নিদের দায়ের করা মামলায় বলা হয়, যৌন নিপীড়নগুলো ‘একাধিক রাজ্যে’ ঘটেছে। সংস্থ’াটি আরও জানায়, কমপক্ষে আরও ১৫০টি সম্ভাব্য ঘটনা ‘সক্রিয়ভাবে তদন্ত করা হচ্ছে।’ মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সালের প্রথমদিকে উবার অবগত হয়েছিল চালকরা নারী যাত্রীদের যৌন নিপীড়ন এবং ধর্ষণ করছে। কিন্তু‘ সংস্থাটি ‘গ্রাহকের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে। সেøটার সেøটার শুলম্যানের প্রতিষ্ঠাতা ও অংশীদার অ্যাডাম সেøটার বলেন, উবারের পুরো ব্যবসায়িক মডেলটি লোকেদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলে দাবি করা হয়েছে। কিন্তু‘ যাত্রীদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো উদ্বেগ ছিল না। যাত্রীদের নিরাপত্তায় ব্যয়ের চেয়ে তাদের মুনাফা বৃদ্ধি ছিল লক্ষ্য। গত মাসে যুক্তরাষ্ট্রে উবার তাদের দ্বিতীয় নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২০ সালে ১৪১টি ধর্ষণের অভিযোগসহ ৯৯৮টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যৌন নিপীড়নের পাঁচটি সবচেয়ে গুরুতর বিভাগের মোট তিন হাজার ৮২৪টি অভিযোগ পেয়েছে তারা। কোম্পানিটির প্রথম নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত যৌন নিপীড়নের পাঁচ হাজার ৯৮১টি অভিযোগ পাওয়া গেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।