মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্বাগত গুতেরেসের
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনের খাদ্যশস্য রফতানির ব্যাপারে তুরস্ক ও রাশিয়াসহ চার পক্ষের আলোচনার সাফল্যকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই চুক্তি বিশ্বব্যাপীক্ষুধার্তদের জন্য একটি ‘আশার আলো’ হয়ে থাকবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ইস্তাম্বুল বৈঠকে ইউক্রেনের কৃষিজাত দ্রব্য কৃষ্ণ সাগরের মাধ্যমে রফতানি করার সম্ভাবনা রয়েছে, যা বিশ্বের জন্য আশার ব্যাপার। নতুন এই সমঝোতা উন্নয়নশীল দেশগুলো ও অরক্ষিত মানুষদের সমর্থনের জন্য আশার আলো হিসেবে কাজ করবে। একই সাথে এটি বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থার ¯িতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউএনডট ওআরজি।
বিক্ষোভ অব্যাহত
ইনকিলাব ডেস্ক : ইউরোপের দেশ হাঙ্গেরিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার দ্বিতীয় দিনের মতো দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশে যোগ দেয় কয়েক হাজার হাঙ্গেরিবাসী। খবরে বলা হয়, দেশটির আইনপ্রণেতারা দ্রুত আইন করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর কর বাড়ানোর প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়েছে। গত মঙ্গলবার করের হার বাড়ানোর জন্য জাতীয়তাবাদী অরবান সরকারের একটি প্রস্তাবের বিরুদ্ধে রাজধানী বুদাপেস্টে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন কয়েক হাজার মানুষ। পরদিন বুধবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে সমাবেশে আবারও জড়ো হন বিক্ষোভকারীরা। রয়টার্স।
সপ্তাহে ৮৯ নিহত
ইনকিলাব ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে এক সপ্তাহে অপরাধী চক্রগুলোর মধ্যে সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত এবং বেশ কিছু লোক আহত হয়েছে। একটি মানবাধিকার গ্রুপ বুধবার একথা জানায়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি সংকটের পাশাপাশি নতুন করে সহিংসতার কারণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ভেঙ্গে পড়েছে। গত ৭ জুলাই পোর্ট অব প্রিন্সের অদূরে সোলেইল এলাকায় দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। নেশন্যাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, ‘চলমান সহিংসতায় অন্তত ৮৯ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছে ১৬ জন।’এএফপি।
মূর্তি ভাঙচুর
ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার পর এবার কানাডায় গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে কানাডার ভারতীয় দূতাবাস। কানাডার রিচমন্ড হিলে ঘটনাটি ঘটেছে বলে বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করেছে একটি ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, রিচমন্ড হিলে একটি বিষ্ণু মন্দির রয়েছে। সেই মন্দিরের পাশেই একটি গান্ধী মূর্তি ছিল। হঠাৎ হামলা চালিয়ে ওই মূর্তিটি ভাঙে দুর্বৃত্তরা। পাশাপাশি একাধিক আপত্তিকর কথা লেখা হয়েছে ওই মূর্তির গায়ে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। মূর্তি ভাঙচুরকারীদের ধরতে তল্লাশি শুরু করেছে কানাডা পুলিশ। আজকাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।