Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ মাস নিষিদ্ধ জাতীয় দলের ক্রিকেটার পেসার শহিদুল ইসলাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ৬:৩৭ পিএম | আপডেট : ৬:৪৮ পিএম, ১৪ জুলাই, ২০২২

ডোপ টেস্টে উতরাতে না পারায় সবধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশি পেসার শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন বাংলাদেশে ক্রিকেটার শহিদুল ইসলাম। সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ করা হলো ২৭ বছর বয়সী এই পেসারকে।

 

বিজ্ঞ্তিতে জানায়, অ্যান্টি-ডোপিং বিধির ২.১ ধারা ভঙ্গ করেছেন শহিদুল। গত ২৮ মে তিনি দায় স্বীকার করেন। তাই তার নিষেধাজ্ঞা কার্যকর হবে সেদিন থেকেই। আগামী ২৮ মার্চ আবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন।

 

বাংলাদেশের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দলে ছিলেন শহিদুল। কিন্তু তাকে দলের সঙ্গে পাঠানো হয়নি। তখন বলা হয়েছিল, চোটের কারণে যেতে পারছেন না এই পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ