Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড গড়েই ওয়ানডে সিরিজ জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১১:৫৮ পিএম | আপডেট : ১২:০১ এএম, ১৪ জুলাই, ২০২২

ওয়েস্ট ইন্ডিস সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে তামিমরা।

ওয়েস্ট ইন্ডিজের ১০৮ রান পেরিয়ে গেছে ১৭৬ বল বাকি থাকতে। ফলে ৩ ম‍্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব‍্যবধানে।

ওয়ানডেতে এ নিয়ে পঞ্চমবার ৯ উইকেটে জিতল বাংলাদেশ, চলতি বছর দ্বিতীয়বার। এই জয়গুলোর মধ‍্যে সবচেয়ে বেশি বল হাতে রাখল এবার

টস জিতে ফিল্ডিংয়ে নিয়ে বোলারদের অসাধারণ নৈপুণ্যে স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ। এরপর উইন্ডিজ একশর কোটা ছুঁয়েছে বটে, কিন্তু এগোতে পারেনি বেশি দূর। ৩৩ ওভারে ১০৮ রানেই উইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ।


বল হাতে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। নাসুম নেন ৩টি। এর ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে তামিমদের করতে হবে ১০৯ রান।

জবাবে সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১২.১ ওভারে দলীয় ৪৮ রানের বিদায় নেন শান্ত। ২৬ বলে ২০ রানে ক্যাচ আউট হন তিনি।

এরপর তামিম ও লিটন দলকে জয়ের পথে নিয়ে রান। তামিম ৪৭ ও লিটন ৩২ রান করে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।



 

Show all comments
  • alam ১৪ জুলাই, ২০২২, ২:৫৬ পিএম says : 0
    তামিম গতকাল শেষ বলে চার মেরে 50 রান করেছে। ইনকিলাব পত্রিকা লিখা হয়েছে 47 রান।এমন স্বনামধন্য পত্রিকায় ভুল খুবই দুঃখজনক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ