Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের পর পতনের ধারায় পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০১ এএম

 ঈদুল আজহার পর দরপতনের ধারা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। বিক্রেতার তুলনায় ক্রেতা কম থাকায় ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবসেও দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। গতকাল বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৭২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। ফলে ঈদ পরবর্তী টানা দু’দিন দরপতন হলো।
ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৬৫৪টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ১২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৭ দশমিক ৯০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ১১ পয়েন্ট।
ডিএসইতে ৭০২ কোটি ৩১ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে-বেক্সিমকো, আইপিডিসি, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, গোল্ডেন সন, ফুয়াং ফুড, জেএমআই হসপিটাল ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে ১৮ হাজার ৬১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির। সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ২০৭ টাকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ