Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর গাড়িতে বজ্রপাত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০২ এএম

সরাসরি গাড়ির উপর বজ্রপাত। আর এমন ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, এক ব্যক্তির গাড়ি রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। তিনি গাড়িটিকে ধীর গতিতে চালাতে শুরু করেন, তখনই তার উপরে বজ্রপাত হয়। পুরো ঘটনাটি ধরা পড়েছে তার স্ত্রীর ক্যামেরায়।
ওই গাড়ির পিছনেই ছিল আরও একটি গাড়ি। সেখান থেকেই পুরো ভিডিও করা হয়। তাতে দেখা যায় গাড়ির উপরে তীব্র আওয়াজে এসে পড়ে বাজ। একই সঙ্গে দেখা যায় আলোর ঝলকানি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ভিডিও ঈচ২৪ নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইওয়ার স্টেটে ঘটেছে সেই ঘটনা। ঝড়ের মধ্যে রাস্তা দিয়েই গাড়ি ড্রাইভ করছিলেন মিসেস অ্যাডওয়ার্ড ওয়ালেন মিসেল। তার সামনের গাড়ি স্বামী অ্যাডওয়ার্ড ওয়ালেন চালাচ্ছিলেন। আর বজ্রপাত পড়েছে স্বামীর গাড়ির উপরেই।
পেছনের গাড়ি থেকে স্ত্রী করা বজ্রপাতের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কেউ কখনও এমন ভাবে বাজ পড়তে হয়তো দেখেনি। আকাশ ভেঙে তীব্র আওয়াজ করে গাড়ির উপরে এসে পড়ে বাজ। একই সঙ্গে দেখা যায় আলোর ঝলকানি। জানা গেছে গাড়িতে বাজ পড়লেও মহিলার স্বামীর বিশেষ কোনও ক্ষতি হয়নি।
ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকা প্রয়োজন। রাস্তায় বা খোলা জায়গায় থাকলে বাজ থেকে ক্ষতির আশঙ্কা অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও সেটাই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। সূত্র : সিবিএস নিউজ, এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ