মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবারের ঈদের আলোচিত সিনেমা অনন্ত জলিলের দিন-দ্য ডে। সিনেমাটির প্রচার-প্রচারণায় বিভিন্ন সিনেমা হলে যাচ্ছেন অনন্ত ও বর্ষা। তবে সিনেমার বাজেট, গল্প, ভিএফএক্স, সংলাপ প্রভৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন। এতে খুবই কষ্ট পেয়েছেন সিনেমাটির নায়িকা বর্ষা। গত ১২ জুলাই সন্ধ্যায় দিন: দ্য ডে সিনেমার প্রচারে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে যান বর্ষা। এই সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দিন: দ্য ডে সিনেমার সমালোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটিই হতে পারে তার ও অনন্ত জলিলের শেষ সিনেমা। তিনি বলেন, অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। এটা কীভাবে সম্ভব! গার্মেন্টসে ঈদের ছুটি দেয়া হয়েছে। তারা দেশের বাড়ি ঈদ করার জন্য চলে গেছে। তাদের এনে কি সিনেমা দেখানো যায়? এটা কি হতে পারে? বর্ষা ক্ষোভের সঙ্গে বলেন, তাদের এবং সিনেমাটির বিরুদ্ধে একটি শ্রেণী ইচ্ছাকৃতভাবে নেতিবাচক কথা ছড়াচ্ছে। চলচ্চিত্রের এমনিতেই দুর্দশা চলছে। কোথায় সিনেমাকে এগিয়ে নেয়ার জন্য উৎসাহ দেয়া হবে, তা না করে নেতিবাচক মন্তব্য করে পেছনে ঠেলে দিচ্ছে। বর্ষা বলেন, একটি আন্তর্জাতিক সিনেমা বানাতে কত বিনিয়োগ এবং কত কষ্ট করতে হয়, তা কি তারা জানে? আমরা তো দেশের সিনেমাকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সমালোচনা কেউ করতে পারে, তবে তা গঠনমূলক হওয়া উচিৎ। তা না করে প্রতিহিংষা বশত নেগেটিভ প্রচারণা করা তো উচিৎ নয়। আমরা যদি আর সিনেমা না করি, চলচ্চিত্র তো কিছু বিগ বাজেটের সিনেমা হারাবে। এটা কি ভালো হবে? আর সিনেমা না করলে তখন কি নিয়ে কথা বলবে? এ ধরনের নেগেটিভ আচরণ খুবই দুঃখজনক। বর্ষা বলেন, আমার নির্মাণাধী নেত্রী: দ্য লিডার সিনেমাটির এখন শুটিং করেছি। হতে পারে এটা শেষ না-ও করতে পারি। এটাই আমাদের জীবনের শেষ সিনেমা। এরপর আমরা আর করব না। মানুষ যদি এভাবে আমাদের গায়ের জোরে ছোট করার চেষ্টা করে, তাহলে আর কি বলার থাকতে পারে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।