Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুদহার বৃদ্ধি মোকাবেলায় সক্ষম মার্কিন অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্র। এর আগে অর্থনৈতিক মন্দা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল বিশ্লেষকদের। তবে সম্প্রতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশটির অর্থনীতি। মন্দার আশঙ্কা বর্তমানে কিছুটা কমে এসেছে। একই সাথে উচ্চসুদের হারও মোকাবেলা করা সম্ভব বলে জানান সেন্ট লুই ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট জেমস বুলার্ড। খবর এপি। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের পূর্বাভাস সত্ত্বেও আগামী বছর দেশের অর্থনীতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গত মূল্যস্ফীতির হার চার দশকের সর্বোচ্চে পৌঁছেছে। উপরন্তু ঋণ ব্যয় বাড়িয়ে চলেছে ফেডারেল রিজার্ভ। মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ২ শতাংশ নির্ধারণ করেছে ফেডারেল রিজার্ভ। জেমস বুলার্ডের দাবি, মন্দা কিংবা বেকারত্বের হার বাড়ানো ছাড়াও মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনা সম্ভব। সুদের হার বাড়ালে তা ভোক্তা ও ব্যবসার ঋণ নেয়া ও ব্যয় করার সক্ষমতা সীমিত করে। তবে একই সাথে তা মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতে সক্ষম। চলতি বছরের মে মাসে গত বছরের একই সময়ের তুলনায় ভোক্তা মূল্য ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ বিষয়ে জেমস বুলার্ড বলেন, পরবর্তী সভায় ফেডের স্বল্পমেয়াদি সুদের হারের বেঞ্চমার্ক শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়াতে আগ্রহী তিনি। এর আগে গত মাসে একই হারে বেঞ্চমার্ক বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। বর্তমানে সুদের হারের বেঞ্চমার্ক ১ দশমিক ৫ শতাংশ থেকে ১ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত আছে। এদিকে সুদের হার বাড়ালে অর্থনীতি ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ক্যানসাস শহরের ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট এসথার জর্জ। তিনি বলেন, আমি এ বিষয়ে সহমত যে সুদের হার বাড়ানো প্রয়োজন। তবে নীতিগত পরিবর্তনের ফলে তা অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলতে পারে। সুদের হার বৃদ্ধির মাত্র চার মাসের মধ্যেই আবারো অর্থনৈতিক মন্দার আশঙ্কা সরব হয়েছে। সাধারণত সিকিভাগ করে সুদের হার বাড়ায় ফেডারেল রিজার্ভ। তবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরেমি পাওয়েলের মতে, এবার দ্রুত সুদহার বাড়াতে আগ্রহী ফেডারেল রিজার্ভ। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৭২ হাজার কর্মসংস্থান যোগ করেছেন নিয়োগকর্তারা। এতে করে বেকারত্বের হার এ নিয়ে টানা চার মাস ধরে ৩ দশমিক ৬ শতাংশে স্থির রয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ