Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৮০ কোটির বেশি মানুষ বন্যার ঝুঁকিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

সারা বিশ্বের ১৮০ কোটির বেশি মানুষ বন্যার ঝুঁকিতে রয়েছেন। বন্যার ঝুঁকিতে থাকা মানুষদের বেশিরভাগই এশিয়ার নিম্ন ও মধ্যম আয়ের দেশের মানুষ। একই সাথে এই ঝুঁকিতে থাকা এই মানুষদের প্রতি ১০ জনের মধ্যে চারজনই দারিদ্র্যসীমার নিচে বাস করে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপ্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। নেচার কমিউনিকেশনস জার্নালে এটি প্রকাশিত হয়েছে। নতুন এ গবেষণায় বন্যার ভয়াবহতা আর দারিদ্র্যের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে। যেসব অঞ্চলে গড়ে প্রতি ১০০ বছরে অন্তত একবার ১৫ সেন্টিমিটার বা তার চেয়ে গভীর বন্যা হয়, মূলত সেসব অঞ্চলের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এ গবেষণায়। সমীক্ষায় দেখা গেছে, ভয়াবহ বন্যার ঝুঁকিতে থাকা প্রায় ৯০ শতাংশ মানুষ দরিদ্র দেশে বাস করে। ৭৮ কোটিরও বেশি বন্যা কবলিত মানুষ প্রতিদিন সাড়ে পাঁচ ডলারেরও কম আয় করে। আমস্টারডামের ভ্রিজ ইউনিভার্সিটির বন্যা ঝুঁকি বিষয়ক গবেষক জেরোয়েন আর্টস বলছেন, অনেক নিম্ন আয়ের দেশে, বন্যা সুরক্ষা নেই, তাই মানুষ অল্প বন্যায়ও প্লাবিত হবে ... যা গড়ে প্রতি পাঁচ বছরে একবার ঘটে। অন্যদিকে, ইউরোপে, উত্তর আমেরিকায়, অনেক এলাকা সুরক্ষিত বন্যা থেকে যা প্রতি ১০০ বছর, ২০০ বছর বা তারও বেশি সময়ের ব্যবধানে হয়ে থাকে আর তাই ওইসব এলাকাকে এই হিসাবে ধরা হয়নি। নেচার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ