মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তরপূর্ব সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে সিরিয়ার আইএস নেতা মাহের আল-আজালকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার চালানো এই হামলায় তার এক ঘনিষ্ঠ আইএসের আরেক নেতা গুরুতর আহত হয়েছে। তাদের দাবি, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে হামলায় কোনও বেসামরিক হতাহত হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জোয়ে বুসিনো বলেন, ‘এসব আইএস নেতাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সন্ত্রাসী সংগঠনটির ষড়যন্ত্র ও হামলা চালানোর সক্ষমতায় বিঘ্ন ঘটানো যাবে’। বিবৃতিতে জানানো হয় উত্তরপূর্ব সিরিয়ার জিন্দাইরিস এলাকায় এই হামলা চালানো হয়। গত কয়েক মাস ধরে সিরিয়া ও ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএস এর তৎপরতা ফের বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এসব তৎপরতা থামানোর চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই হত্যাকাণ্ডে ‘একজন মূল সন্ত্রাসীকে মাঠের বাইরে নিয়ে গেছে এবং এই অঞ্চলে আইএসের পরিকল্পনা, সংস্থান এবং তাদের কার্যক্রম পরিচালনার ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে’। এর আগে গত জুন মাসে সিরিয়ায় চলতে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী লড়াইয়ের যৌথবাহিনী গোষ্ঠীটির এক সিনিয়র নেতাকে আটক করে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।