Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের উচিত মানবাধিকার পরিস্থিতি প্রকাশ করা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মানবাধিকার নির্বাহী পরিষদের ৫০তম সম্মেলনে যুক্তরাষ্ট্রের অগ্রগতির তালিকা প্রকাশ করেছে। এতে চীনের মানবাধিকারের অবস্থার বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বুধবার বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির তালিকা প্রকাশ করা। শিশুদের গুলি থেকে নিরাপদে থাকার অধিকার নিশ্চিত করা এবং করোনাভাইরাস থেকে মার্কিন জনগণের প্রাণ রক্ষা করা। ওয়াং ওয়েন বিন বলেন, যুক্তরাষ্ট্র ‘বর্ণ-নির্মূল’ এবং ‘বাধ্যতামূলক শ্রম’-এর মিথ্যা অজুহাতে চীনের সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিষ্ঠান এবং ব্যক্তির শাস্তি আরোপ করেছে। তারা বিশ্বের শিল্প চেইন থেকে সিনচিয়াংকে বাদ দিতে চায়। যা উইঘুর জাতিসহ সিনচিয়াং-এর বিভিন্ন জাতির জনগণের কর্মসংস্থানের অধিকার ও উন্নয়নের অধিকার লংঘন করেছে। মার্কিন সেই তালিকায় আফগানিস্তানের মানবাধিকার সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। যা হাস্যকর ব্যাপার। কারণ, যুক্তরাষ্ট্রই আফগানিস্তানের মানবাধিকার দুর্যোগ সৃষ্টিকারী প্রধান দেশ। সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ