মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দৈনিক যাত্রী চলাচল কমিয়ে আনছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। তাই এয়ারলাইন্সগুলোকে গ্রীষ্মকালীন টিকিট আর বিক্রি না করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন ছুটির সময়ে ভ্রমণে বের হওয়া বাড়তি যাত্রীর চাপ এবং তাদের চাহিদা অনুযায়ী সেবা দেয়ার ব্যবস্থা না থাকায় হিথ্রো এমন পদক্ষেপ নিচ্ছে। গ্রীষ্মের ব্যস্ততম সময়ে দৈনিক যাত্রীর সংখ্যা কমিয়ে ১ লাখ করা হচ্ছে। এই সংখ্যা বর্তমানে ভ্রমণ শিডিউল থাকা যাত্রীসংখ্যার চেয়ে ৪ হাজার কম। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত যাত্রীসংখ্যা ১ লাখেই সীমিত রাখা হবে। কোভিড লকডাউনের সময় বিভিন্ন বিমানবন্দর এবং এয়ারলাইন্স কর্মী ছাঁটাই করছে। এখন গ্রীষ্মকালে বাড়তি যাত্রীর চাপ সামলানোর মতো যথেষ্ট স্টাফ তাদের নেই। সম্প্রতি কয়েক সপ্তাহে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল হয়ে ভোগান্তিতেও পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির মধ্যেই বিমাবন্দরের যাত্রী কমানো এবং টিকিট আর না বিক্রির পদক্ষেপ এল। সিএনএন জানায়, হিথ্রো বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা জন-হল্যান্ড-কায়ে যাত্রীদের কাছে এক খোলা চিঠিতে এই ‘কঠিন এই সিদ্ধান্ত’ ঘোষণা করেছেন। অনেক এয়ারলাইন্সও হিথ্রো ছেড়ে যাওয়া এবং হিথ্রোতে আসা যাত্রীর সংখ্যা কমাতে কাজ করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।