মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের জুনে ভারতের পণ্যদ্রব্যের রফতানি ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৭৯০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে আমদানি ৫১ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৫৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। ফলে ওই মাসে বাণিজ্যিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৩ কোটি ডলার। খবর এএনআই। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারতের পণ্যদ্রব্যের রফতানি দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭৭ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের এপ্রিল-জুনে মোট রফতানি ছিল ৯ হাজার ৫৫৪ কোটি ডলার। সে হিসেবে রফতানি বেড়েছে ২২ দশমিক ২২ শতাংশ। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির মোট পণ্যদ্রব্যের আমদানি দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০২ কোটি ডলার। অথচ ২০২১-২২ অর্থবছরের একই সময়ে মোট আমদানি ছিল ১২ হাজার ৬৯৬ কোটি ডলার। সে হিসেবে এক বছরে দেশটির পণ্যদ্রব্য আমদানি ৪৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। চলতি বছরের জুনে ভারতের মোট বাণিজ্য ঘাটতি ছিল ২ হাজার ৫৬৩ কোটি ডলার। ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির বাণিজ্য ঘাটতি ছিল ৭ হাজার ২৫ কোটি ডলার। এ বছরের জুনে পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যের রফতানি ছিল ৩ হাজার ১২ কোটি ডলার। গত বছরের একই সময়ে রফতানি ছিল ২ হাজার ৮৫৪ কোটি ডলার। সে হিসেবে রফতানি বেড়েছে ৫ দশমিক ৫৩ শতাংশ। আবার ২০২২-২৩ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে পেট্রোলিয়াম বহির্ভূত পণ্যের মোট রফতানি ছিল ৯ হাজার ২৪৯ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরে রফতানি ছিল ৮ হাজার ২৬৫ কোটি ডলার। সে হিসেবে এক বছরে রফতানি বেড়েছে ১১ দশমিক ৯২ শতাংশ। চলতি বছরের জুনে পেট্রোলিয়ামজাত পণ্যের রফতানি ছিল ৯৮ দশমিক শূন্য ১ শতাংশ। ইলেকট্রনিক পণ্য ৫০ দশমিক ৬৬ শতাংশ ও সব টেক্সটাইলের তৈরি পোশাক শিল্প রফতানি ছিল ৪৪ দশমিক ৬৭ শতাংশ। ওই মাসে মূলত এ পণ্যগুলোর রফতানি ঊর্ধ্বমুখী ছিল। তবে ওই মাসে প্রকৌশল পণ্যের রফতানি কমেছে। এ বিষয়ে ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান মহেশ দেশাই বলেন, মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। এতে বৈশ্বিক বাণিজ্য ব্যাহত হয়েছে। যুদ্ধের কারণে প্রকৌশল পণ্যের রফতানি ব্যাহত হয়েছে। জুনে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ১ দশমিক ৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৪ কোটি ডলারে। গত বছর জুনে রফতানি ছিল ৯২৯ কোটি ডলার। এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।