মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহো বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ঠাণ্ডা চা পরিবেশন করায় এক কর্মকর্তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ জারি) করা হয়েছে। মঙ্গলবার ছত্তরপুরের রাজনগর শহরের জুনিয়র সাপ্লাই অফিসার রাকেশ কানহুয়াকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। রাজনগর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) ডিপি দ্বিবেদী এ তথ্য জানান। কর্মকর্তারা জানান, নির্বাচনী প্রচারণার জন্য সোমবার সকালে রিওয়া যাওয়ার পথে খাজুরাহোতে মুখ্যমন্ত্রী অল্প সময়ের জন্য যাত্রাবিরতি করেন। শোকজ নোটিশে মুখ্যমন্ত্রীকে ‹ঠান্ডা, নিম্নমানের চা পরিবেশনের কারণ ব্যাখ্যা করতে এবং কেন ‹প্রটোকল লঙ্ঘনের› জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়ানোর পর ছত্তরপুরের কালেক্টর সন্দীপ জি আর কয়েক ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নেন। নোটিশে বলা হয়, সোমবার খাজুরাহো বিমানবন্দরে ট্রানজিটে মুখ্যমন্ত্রীকে চা এবং নাশতা পরিবেশন করার জন্য কানহুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রীকে যে চা পরিবেশন করা হয়েছিল তা ছিল নিম্নমানের এবং ঠাণ্ডা। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।