Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোম অফিস করার আইনি অধিকার দিচ্ছে যে দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার আইনগত অধিকার দেয়ার পথে রয়েছে নেদারল্যান্ডস। গত সপ্তাহে ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষ এ বিষয়ে আইন পাস করেছে। এখন আইনটি সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে ইউরোপীয় দেশটিকে। বর্তমানে বাড়ি থেকে কাজ করার বিষয়ে কর্মীদের অনুরোধ কোনো কারণ ছাড়াই অস্বীকার করতে পারেন নেদারল্যান্ডসের নিয়োগকর্তারা। নতুন আইনে বলা হয়, নিয়োগকর্তাদের অবশ্যই এ ধরনের অনুরোধ বিবেচনা করতে হবে এবং সেগুলো প্রত্যাখ্যান করার পেছনে পর্যাপ্ত কারণ দেখাতে হবে। গ্রোয়েনলিঙ্কস পার্টির সেনা মাতুগ বলেন, আইনটি কর্মীদের কর্মজীবনে ভারসাম্য খুঁজে পেতে এবং যাতায়াতের জন্য ব্যয় করা সময় কমিয়ে আনার সুযোগ দেবে। মাতুগ বিলটির সহ-লেখকদের একজন ছিলেন। নতুন বিলটি ২০১৫ সালের নেদারল্যান্ডের নমনীয় কাজের আইনের একটি সংশোধনী, যা শ্রমিকদের তাদের কর্মঘণ্টা, সময়সূচি এবং এমনকি কাজের জায়গায় পরিবর্তনের অনুরোধ করার সুযোগ দেয়। ইতোমধ্যে কর্মীদের অধিকার রক্ষার জন্য সুপরিচিত নেদারল্যান্ডস। ডাচ প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন আইনটি বিতর্কিত হবে না বলে আশা করা হচ্ছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ