Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্সে হাফিজ আক্তারের পদায়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ৫:১৪ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান এ কে এম হাফিজ আক্তারকে ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়। গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।

বুধবার ডিএমপি কমিশনারের নতুন এই আদেশে কৃষ্ণ পদ রায়ের স্থালাভিষিক্ত হলেন এ কে এম হাফিজ আক্তার। একই আদেশে ডিএমপির ৫ অতিরিক্ত কমিশনারকে পদায়ন করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদেরকে উল্লেখিত দায়িত্বে পদায়নের কথা বলা হয় আদেশে।

আদেশ অনুযায়ী, ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে (চলতি দায়িত্বে) মো. মুনিবুর রহমান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান (চলতি দায়িত্বে) মো. আসাদুজ্জামান, ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করা সৈয়দ নুরুল ইসলামকে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত কমিশনার এবং ডিবির যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার হিসেবে যোগদান করা মোহাম্মদ হারুন অর রশীদকে ডিবির প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদায়ন

৩ ফেব্রুয়ারি, ২০২২
২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ