Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেধাবীরা না এলে হাইব্রিডরা দখল করে নেবে রাজনীতি -ওবায়দুল কাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ভালো ছেলে-মেয়েরা রাজনীতিতে না এলে খারাপ লোকেরা রাজনীতিতে জায়গা করে নেবে এবং এমপি-মন্ত্রী হবে।
মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এবং হাইব্রিডরা রাজনীতি দখল করে নেবে। আর সে রাজনীতি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। আওয়ামী লীগে দুর্নীতি ও অপরাজনীতির শিক্ষা দেয়া হয় না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ মিলনায়তনে কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, টাকা-পয়সা ও সম্পদ অর্জন রাজনীতি নয়। আর টাকা-পয়সা ও বিত্ত-সম্পদ বড় সম্পদ নয়। সবচেয়ে বড় সম্পদ হলো মেধা। আর তা কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়।
মন্ত্রী বলেন, রাজনীতিকে ঘৃণা করলে নিজেরই ক্ষতি করা হবে। কারণ এক সময় নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যেতে ভালো লাগবে। ছাত্রীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কোনো দাবি নিয়ে কেউ যেন রাস্তা অবরোধ না করে।  ঘেরাও করলেও তোমরা আমার গাড়ি অবরোধ করবে। রাস্তায় কোনো সাধারণ মানুষের গাড়ি যেন অবরোধ বা ঘেরাও করা না হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মতো রাজনীতিতেও শুদ্ধাচার কৌশল গ্রহণ করা উচিত। কেননা নিজে শুদ্ধ না হলে অন্যকে শুদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে কোনো লাভ হবে না।
তিনি আরো বলেন, নিজে দুর্নীতি করলে অন্যকে দুর্নীতি বন্ধ করার কথা বললে কোনো লাভ হবে না। তাই আগে নিজেকে দুর্নীতি বন্ধ করতে হবে, তারপর অন্যকে দুর্নীতি না করার কথা বলতে হবে। সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো বাংলাদেশ বিশ্বে দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় নেতৃত্ব দিচ্ছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বিস্ময় হিসেবে উল্লেখ কাদের বলেন, দেশের অসাধারণ অর্জনের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিগত ৪১ বছরের সাহসী রাজনৈতিক, দক্ষ প্রশাসক, ঝুঁকির মধ্যে থাকা সফল কূটনীতিকের নাম প্রধানমন্ত্রী  শেখ হাসিনা
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আক্তার সুপর্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিশাত পারভীন। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার পলির পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ