নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ কোরিয়ার চেংগুতে অনুষ্ঠিত বিশ্বকাপ শুটিংয়ে খেলতে যাওয়া বাংলাদেশ দলের সাতজন রাইফেল শুটারের মধ্যে চারজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ ক’টি ইভেন্টে খেলতে পারেননি। বাকি পাঁচজনের ফলাফল যা অনুমেয় ছিল তাই হল। বাছাই পর্বে ব্যর্থ হয়েই খেলা শেষ করেছেন তারা। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় শুটিং দল গত ৬ জুলাই দক্ষিণ কোরিয়া পৌছায়। বিমানবন্দরে বাংলাদেশ দলের আরটিপিসিআর পরীক্ষা করা হয়। পরীক্ষা ফল হাতে আসলে দেখা যায় পাঁচজনের করোনা নেগেটিভ। আর চার এয়ার রাইফেল শুটার নাফিসা তাবাসসুম নাতাশা, সাজিদা হক, রাব্বি হাসান মুন্না ও তামজিদ বিন আলম পজিটিভ হন। পরের দিনের পরীক্ষায়ও তারা পজিটিভ হন। ফলে বাকিদের নিয়েই লড়তে হয় বাংলাদেশকে। ১০ জুলাই পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রবিউল ইসলাম ৬২২ স্কোরে ৫৩ জনের মধ্যে ৪১তম ও মোহাম্মদ আলী ৬২১.৩ স্কোরে ৪৩তম হন। নারীদের এই ইভেন্টে কামরুন নাহার কলি ৬২২.৯ স্কোরে ৬৪ জনের মধ্যে ৪৪তম হন। গত সোমবার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে দেশসেরা পিস্তল শুটার শাকিল আহমেদ ৫৭১ স্কোরে ৩৯ জনের মধ্যে ২৭তম হন। নারীদের এই ইভেন্টে আরদিনা ফেরদৌস ৫৫৪ স্কোরে ৩৭ জনের মধ্যে ৩৬তম হয়েছেন।
গতকাল ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দ্বৈতে বাংলাদেশের কামরুন নাহার কলি ও রবিউল ইসলামের সমন্বয়ে বাংলাদেশ-২ জুটি ৬১৯ স্কোরে ৩০ দেশের মধ্যে ২৯তম হয়। তবে নাফিসা তাবাসসুমের করোনা পজিটিভ হওয়ায় খেলতে পারেননি মিশ্র দ্বৈতের আরেক দলের সদস্য মোহাম্মদ আলী। ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দ্বৈতে বাংলাদেশের শাকিল আহমেদ ও আরদিনা ফেরদৌস জুটি ৫৫৮ স্কোরে ১৮টি জুটির মধ্যে ১৮তম হয়। আজ ৫০ মিটার এয়ার রাইফেল পুরুষ দলগতে রবিউল ও ইউসুফ খেলবেন। আগমিীকাল কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে ৫০ মিটার নারী দলগতে খেলবেন নাফিসা তাবাসসুম নাতাশা ও সাজিদা হক। কোরিয়া থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কাল এসব তথ্য জানান দলের ম্যানেজার মোস্তাক ওয়াইজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।