Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার নারী ফুটবলে নজর মোহামেডানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ঘরোয়া ফুটবলের ২০১১ থেকে ২০১৩ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা ক্লাবগুলো নারী লিগেও নিয়মিত অংশ নিয়েছে। এরপর নারী লিগ নিয়ে তেমন সরব দেখা যায়নি বিপিএলের ক্লাবগুলোকে। হাতে গোনা ২/৩বড় ক্লাব গত কয়েক বছরে নারী লিগে অংশ নিলেও বাকিরা ছিল নিশ্চুপ। এবার ফের বিপিএলের ক্লাবগুলোকে নারী লিগে অংশ নিতে ঐচ্ছিক শর্ত দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই হিসাবে নারী দল গড়তে শুরু করেছে ঘরোয়া সর্বোচ্চ আসর বিপিএলের ক্লাবগুলো। জানা গেছে, ইতোমধ্যে দল গুছিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। নাম প্রকাশে অনিচ্ছুক মোহামেডানের এক কর্মকর্তা বলেন, ‘আমরা সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদকে কোচ এবং এক সময়কার ফুটবল খেলোয়াড় ডালিয়া আক্তারকে ম্যানেজার করে এবারের নারী দল গড়ছি। ২৫ জুলাইয়ের মধ্যে বাফুফেতে খেলোয়াড়দের নাম জমা দেবো।’
এ ছাড়া শেখ রাসেল ক্রীড়া চক্রও এবার নারী লিগে খেলবে বলে জানিয়েছে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে অবনমন হওয়া ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবও এবারের নারী লিগে দল গঠনসহ ক্লাব লাইসেন্সিংয়ের সব শর্ত পূরণ করেই ফিরতে চায় বিসিএলে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন আবাহনী ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন নারী লিগে অংশ নিতে। সূত্রটি আরও জানায়, প্রিমিয়ার ফুটবল লিগে খেলা অনেক ক্লাবই বাফুফেতে চিঠি দিয়ে মেয়েদের দল গঠনে আগ্রহ প্রকাশ করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ